বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এখন স্থানীয়ভাবেই উচ্চ প্রযুক্তির স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস মডেলের মোবাইল ফোন তৈরি করছে, যা একই মডেলের আমদানিকৃত ফোনের দামের তুলনায় ৩১ হাজার টাকা কমে পাচ্ছেন গ্রাহকরা।
ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মোহম্মদ মেসবাহ উদ্দিন ইউএনবিকে জানান, তারা এত দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে এ ডিভাইসটি আমদানি করতেন এবং এ মডেলের প্রতিটি ফোন ক্রয়ের জন্য গ্রাহককে ১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করতে হয়েছে।
‘কিন্তু ফোনটি এখন আমাদের কারখানায় তৈরি হচ্ছে এবং এর দামও কমে ১ লাখ ১৩ হাজার টাকা হয়েছে,’ জানান তিনি।
মেসবাহ বলেন, ‘প্রথম ব্যাচে আমরা দেড় হাজার ডিভাইস তৈরি করেছিলাম যা গত বছরের ২৮ ডিসেম্বর বাজারে আসে।’
এ মডেলের মোবাইল তৈরি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত বছরের আগস্টে বিশ্বব্যাপী গ্যালাক্সি নোট ১০ প্লাস মডেলের ফোনটি বাজারে নিয়ে আসে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।